Wellcome to National Portal
জাতীয় নদী রক্ষা কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০১৬

পরিদর্শন প্রতিবেদন

 

প্রতিবেদনাধীন বছরে জাতীয় নদী রড়্গা কমিশনের চেয়ারম্যান এককভাবে ২ (দুই) টি এবং সার্বক্ষণিক সদস্য এককভাবে ১০ (দশ) টি পরিদর্শন করেছেন। উভয়ে যৌথভাবে ৫ (পাঁচ) টি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে নদী সমূহের দখল, দূষণ প্রতিরোধ, নদীর নাব্যতা রড়্গা ও পুণরুদ্ধার এবং আর্থ সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিতকল্পে সর্বমোট ১৫২ টি সুপারিশ করা হয় এবং বাসত্মবায়নের জন্য সংশিস্নষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থায় পরিদর্শন প্রতিবেদন প্রেরণ করা হয়।

পরিদর্শনে বর্ণিত সুপারিশ সমূহ বাসত্মবায়নের বিষয়ে সংশিস্নষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর সংস্থা হতে প্রাথমিক তথ্যাদি অদ্যাবধি পাওয়া যায়নি। বাসত্মবায়নে হার নগন্য মর্মে প্রতীয়মান হয়। কমিশনের জনবল সমস্যা ও নদী সংশিস্নষ্ট বিষয়ে অভিজ্ঞ দক্ষ, কারিগরী জ্ঞান সম্পন্ন কর্মকর্তার পদায়ন না হওয়ায় বিবেচনাধীন বছরে পরিবীড়্গণ কার্যক্রম জোরদার ও যথার্থভাবে সম্পাদন করা সম্ভব হয়নি।